ইমরান খানকে আদিয়ালা কারাগারে স্থানান্তর

|

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। সোমবার (২৫ সেপ্টেম্বর) আদালত এ নির্দেশ দেন। খবর জিও নিউজের।

গত ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় সাজার পর থেকেই পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দি আছেন ইমরান খান। তবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকার অভিযোগ এনে তাকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের আবেদন করে আসছিলেন ইমরান ও তার দল পিটিআই। আবেদনের ওপর শুনানি করে ইসলামাবাদ হাইকোর্ট। পরে প্রধান বিচারপতি আমির ফারুক ইমরান খানকে আদিয়ালায় স্থানান্তর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

প্রধান বিচারপতি আমির ফারুক প্রশ্ন তুলেন, ইসলামাবাদে দায়ের করা মামলায় বিচারাধীন ইমরান খানকে আদিয়ালা কারাগারের পরিবর্তে কেন অ্যাটক কারাগারে রাখা হবে?

এই নির্দেশের ফলে বেশ কিছুদিন পর নিজের আবেদনের অনুকূলে আদালতের সিদ্ধান্ত পেলেন ইমরান খান।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply