বরিশাল ব্যুরো:
বরিশাল নগরীর একটি বস্তিতে গাজা বিক্রি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্য। সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের এসআই ওবায়দুল্লাহ খান ও সিপাহি মো. সবুর।
স্থানীয়রা জানায়, ভোর সোয়া ৬টার দিকে মোহাম্মদপুর বস্তির ডগেরপাড় এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির উদ্দেশে গাঁজা নিয়ে যান ওবায়দুল ও সবুর। স্থানীয়রা তাদের পরিচয় জানতে চাইলে নিজেদের মাদকদ্র্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক পরিচয় দেন। এসময় স্থানীয়রা তাদের সাথে থাকা ব্যাগ খুলে দেখতে চাইলে অস্বীকৃতি জানান তারা। পরে তাদের ব্যাগ তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে আটক ২ জনকে তাদের হাতে তুলে দেয়া হয়।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, আটককৃতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
/এমএইচ /এএম
Leave a reply