মুসলিম দেশগুলোর জোট-ওআইসি রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ভূমিকা রাখবে। এমনটাই জানিয়েছেন, সংস্থাটির ডেপুটি সেক্রেটারি জেনারেল আলী আসগর মুহাম্মদী সিজানি। আজ বুধবার সকালে সংস্থাটির সদস্যভূক্ত ৯টি দেশের পার্লামেন্ট সদস্যরা উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন ইউএনএইচসিআর’র ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। এরপর প্রতিনিধি দলটি যায় কুতুপালং ডি-৪ ক্যাম্প পরিদর্শনে। সেখানে ইউএনএইচসিআর’র সম্প্রসারিত কার্যক্রম ঘুরে দেখেন তারা। কথা বলেন রোহিঙ্গাদের সাথে।
দুপুরে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে যান প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে ইউএনএফপিএ’র নারীবান্ধব কেন্দ্র পরিদর্শন শেষে, কথা বলেন নির্যাতিত নারীদের সঙ্গে। ইউনিসেফ পরিচালিত শিশুবান্ধব কেন্দ্রও পরিদর্শন করে প্রতিনিধি দলটি। পরে কক্সবাজার পৌঁছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে বৈঠক করে প্রতিনিধি দলটি।
Leave a reply