বিশ্বকাপে ৫ ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের সৈকত

|

বিশ্বকাপে ৫ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে সৈকত। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন তিনি। সোমবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

৭ অক্টোবর ভারত-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে আম্পায়ার হিসেবে যাত্রা শুরু সৈকতের। এরপর ১৫ অক্টোবর ইংল্যান্ড-আফগানিস্তান, ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস, ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও ৩ নভেম্বর নেদারল্যান্ডস-আফগানিস্তান ম্যাচে আম্পায়ারিং করবেন তিনি।

এছাড়া বিশ্বকাপের আগে গুয়াহাটিতে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচেও আম্পায়ার থাকবেন তিনি।

৪৪ বছর বয়সী সৈকত এখন পর্যন্ত ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply