হাসারাঙ্গাকে ছাড়াই বিশ্বকাপে শ্রীলঙ্কার দল ঘোষণা

|

ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। ইনজুরির কারণে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আইসিসির বেঁধে দেয়া সময়ের শেষ দিনে এসে দাসুন শানাকার নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) শ্রীলঙ্কান ক্রিকেটে বোর্ড (এসএলসি) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে। দলে রাখা হয়নি ২৬ বছর বয়সী অলরাউন্ডার হাসারাঙ্গা। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। ওই সময় আবার চোটে পড়েন। তার সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। এদিকে, চোটের কারণে খেলতে পারছেন না পেসার দুশমন্ত চামিরা।

এর আগে, গত মাসে হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্লে-অফ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোটের কারণে খেলতে পারেননি এশিয়া কাপেও। এবার ছিটকে গেলেন বিশ্বকাপ থেকেও।

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমান্থা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশাঙ্কা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply