একটা বিশ্বকাপ জিতেছি, তাই কোনো ভয় কাজ করে না: তানজিম সাকিব

|

ছবি: সংগৃহীত

২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন তানজিম হাসান সাকিব। এবার প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বড়দের বিশ্বকাপে। এ নিয়ে রোমাঞ্চের কমতি নেই তানজিম সাকিবের। এই পেসার বলছেন, তাকে সাহস যোগাচ্ছে যুব বিশ্বকাপজয়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিমানবন্দরে সাংবাদিকদের তানজিম হাসান সাকিব বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতাটা ছিল অবশ্যই স্বপ্নের মতো আর এখন বড়দের সাথে যাচ্ছি। ভালো খেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওইটা আমাকে অনেক মোটিভেশন দেয় কারণ একটা বিশ্বকাপ জিতছি তাই আমার কোনো ধরনের ভয় কাজ করে না। মানসিকভাবে অনেক শক্তিশালী আছি। সো এটা আমাকে অনেক মোটিভেশন দেয়।

ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে ভালো করার পর কী ভাবছিলেন তরুণ এই পেসার? এ প্রসঙ্গে তানজিম সাকিব বলেন, যখন আমি ভারতের সঙ্গে ভালো খেলি তখন আমার একটাই পরিকল্পনা ছিল পরবর্তী যে খেলাগুলো আসবে শুধু ভালো খেলে যাবো। নির্বাচক আমাকে যেখানে নিয়ে যাবে আমি ওখানেই ভালো খেলব। তারা যখন আমাকে বিশ্বকাপের জন্য বাছাই করলো সেটা আমি মনে করি আমার জন্য সূবর্ণ সুযোগ ভালো করার জন্য বা দেশকে ভালো কিছু দেয়ার জন্য। আমি ওইটাই চেষ্টা করব যাতে আমি দেশকে সর্বোচ্চটা দিতে পারি। আমি আমার থেকে শতভাগ চেষ্টা করে যাব বাকিটা আল্লাহ আমার সাথে থাকবে ইনশাআল্লাহ।

বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় তানজিম সাকিবের মতো খুশি হয়েছেন তার বাবা-মাও। বড়দের বিশ্বকাপ থেকে শেখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। তানজিম বলেন, এটা অসাধারণ একটা অনুভূতি। যখন আমি আমার আব্বু-আম্মু বলছিলাম উনারাও খুব খুশি হয়েছিল। পাশাপাশি আমি নিজেও অনেক খুশি ছিলাম। প্রথমবারের মতো যাচ্ছি আমি আমি চেষ্টা করবো যতো পারা যায় শেখা যায় এখান থেকে। বিশ্বকাপে পৃথিবীর বড় বড় ক্রিকেটাররা ওখানে যাবে প্রত্যেকটা দেশের। আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে খেলার জন্য আর শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply