ব্যবসায়ীদের হয়রানি বা অসম্মান করতে চায় না সরকার: শিল্পমন্ত্রী

|

একজন ব্যবসায়ী অন্যায় করলে সেই দায় পুরো ব্যবসায়ী সমাজকে দেয়া ঠিক না। যেকোনো অনিয়মের সমাধান আছে। কিন্তু অহেতুক ব্যবসায়ীদের হয়রানি বা অসম্মান করতে চায় না সরকার, এমন মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে বাপা ফুড এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এই আয়োজনে ভারত, চীন, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্রসহ ২০ দেশের কয়েকশ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। চলবে শনিবার পর্যন্ত।

উদ্বোধন পর্বে শিল্পমন্ত্রী বলেন, বড় ব্যবসায়ীদের ছোট উদ্যোগে সম্পৃক্ত হওয়া উচিত না। কিছু উদ্যোগ প্রান্তিক মানুষের হাতেই কার্যকর। এ জন্য বড় শিল্প প্রতিষ্ঠানকে রফতানি নিয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানান, কোনো ব্যবসায়ী পণ্য মজুদ বা কালোবাজারি করলে ছাড় দেবে না সরকার। সবার উচিত এই অসাধু চক্রকে বয়কট করা। কেননা, অর্থনৈতিক সংকটের সুযোগে মানুষকে জিম্মি করছে তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply