মাঠের বাইরের উত্তাপ শেষে এবার টাইগারদের মাঠের ক্রিকেটে প্রমাণ করার পালা। শুরু হচ্ছে বাংলাদেশের ৭ম বিশ্বকাপ মিশন। মূল পর্বের আগে সেই মিশনের প্রথম ধাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সাকিব আল হাসানের দল।
ভারতের গৌহাটি স্টেডিয়ামে নামার ২৪ ঘণ্টার ব্যবধানে প্রথমবারের মতো অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে প্রথমবারের মতো নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে লাল সবুজের দল। বিশ্বকাপের নতুন প্র্যাক্টিস কিট আর জিপিএস ট্র্যাক পরে প্রথমেই ওয়ার্ম সারে সাকিব-হৃদয়রা। মুশফিক-মাহমুদউল্লাহর সাথে আলাদা করে কথা বলেছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ আর ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট। এরপর যথারীতি ফুটবলে গা গরম করেছে টাইগাররা।
নেট সেশনের আগে সবাইকে একত্রিত করে ব্রিফিং দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এরপরই ব্যাট হাতে নিজেদের শানিয়ে নিয়েছেন দুই ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। ব্যাট করেছেন তরুণ ওপেনার তানজিদ তামিমও। বল হাতে নিজেদের ঘুর্ণি প্রদর্শন করেছনে মিরাজ-নাসুম। ভারতের মাটিতে যারা হতে পারেন সাকিবের তুরূপের তাস।
ওদিকে, শ্রীলঙ্কা দলও এরইমাঝে পৌঁছেছে ভারতের গৌহাটিতে। বাংলাদেশের মতোই শেষ সময়ে ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারতে উড়াল দিয়েছিল লঙ্কানরা। ইনজুরিতে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই দল গড়তে হয়েছে দাসুন শানাকাদের। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে বাজেভাবে হারলেও তারুণ্য নির্ভর দল নিয়ে খুবই আত্মবিশ্বাসী লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
চলতি মাসেই এশিয়া কাপে বাংলাদেশের সাথে দুইবারের দেখায় দু’টিতেই জয় পেয়েছে লঙ্কানরা। ঘরের মাঠের সেই জয়ের সুখস্মৃতি নিয়ে শুক্রবার গৌহাটিতেই টাইগারদের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে তারা। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডের পরিসংখ্যানে ঢের এগিয়ে শ্রীলঙ্কা। ৫৩ বারের দেখায় টাইগারদের ৯ জয়ের বিপরীতে ৪২ ম্যাচেই জয় পেয়েছে লঙ্কানরা।
/আরআইএম
Leave a reply