ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৬১ অভিবাসনপ্রার্থী উদ্ধার

|

ভূমধ্যসাগর থেকে ৬১ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এমএসএফ। তাদের মধ্যে রয়েছেন কয়েকজন বাংলাদেশিও। লিবিয়া উপকূল থেকে ২৫ কিলোমিটার দূরে ছোট একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। খবর শিনহুয়ার।

এক এক্স (টুইটার) বার্তায় এমএসএফ জানায়, উদ্ধারকৃত দলটির সবাই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন অপ্রাপ্তবয়স্ক কিশোরও রয়েছে।

জানা গেছে, উদ্ধার হওয়াদের মধ্যে বেশিরভাগই এশীয়। তাছাড়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কয়েকজনও ছিলেন ঐ দলে। ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশে লিবিয়া থেকে তারা রাবারের নৌকায় রওনা দেন। তবে মাঝপথে তাদের রেখেই পালায় মানবপাচারকারী।

চলতি বছর অবৈধ সমুদ্রপথে এক লাখ ২৬ হাজার মানুষ পৌঁছেছেন ইতালিতে, যা ২০২২ সালের তুলনায় দ্বিগুণ। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক সংকটের জেরে উন্নত জীবনের আশায় মানুষের মধ্যে ইউরোপে প্রবেশের প্রবণতা বাড়ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply