দু’সপ্তাহ পর গাজার সীমান্ত ক্রসিং খুললো ইসরায়েল

|

সীমান্ত ক্রসিংয়ে অপেক্ষমান গাজার অধিবাসীরা। ছবি: সংগৃহীত।

দু’সপ্তাহ বন্ধ রাখার পর অবরূদ্ধ গাজা উপত্যকার সাথে সীমান্ত ক্রসিং ‘ইরেজ বা বেইত হাইনুন’ আবারও খুলে দিলো ইসরায়েল। এরফলে কাজের জন্য হাজারো মানুষ ইসরায়েলে প্রবেশের সুযোগ পেলেন। অবশ্য ঠিক কতোদিন এটি খোলা থাকবে তা অনিশ্চিত। খবর মিডল ইস্ট মনিটরের।

গত ১৩ সেপ্টেম্বর থেকে একমাত্র ক্রসিংটি বন্ধ রাখে নেতানিয়াহু প্রশাসন। সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়। এসময় স্বাধীনতাকামী সংগঠন হামাসের গোপন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় ইহুদি বহর। এতে আহত হন অর্ধশতাধিক মানুষ।

এই সীমান্তপথ দিয়ে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলে আসা-যাওয়া করেন। মূলত কাজের সন্ধানেই ব্যবহৃত হয় এই সীমান্তক্রসিং।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply