ফের উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর পৈতৃক ভিটায় হামলা

|

মুখ্যমন্ত্রীর পৈত্রিক বাড়িতে হামলা

নতুনভাবে উত্তেজনা ছড়ালো ভারতীয় রাজ্য মণিপুরে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পৈতৃক ভিটায় হামলা চালানো হয়। তবে সুরক্ষিত আছেন মুখ্যমন্ত্রী। খবর হিন্দুস্থান টাইমসের।

রাজধানী ইম্ফলে এই হামলা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এক এক্স (টুইটার) বার্তায় মনিপুর পুলিশ জানায়, নিরাপত্তাবেষ্টিত রাষ্ট্রীয় বাসভবনে থাকায় নিরাপদে আছেন মুখ্যমন্ত্রী। তবে দুটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার পেছনে ছিল বলে জানিয়েছে পুলিশ। তারা কাছাকাছি রাস্তায় টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করে। সেই সাথে ব্যাপক ভাঙচুরও করা হয়।

গত চার মাস ধরেই উত্তাল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটি। তালিকাভুক্ত আদিবাসীর স্বীকৃতি পাওয়া নিয়েই এই জাতিগত সংঘাতের সূত্রপাত। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ২০০ মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার বাসিন্দা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply