কক্সবাজারের সেন্টমার্টিনে ২৪ জনকে নিয়ে একটি স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ফিরোজা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সেন্টমার্টিন ইউনিয়নের সাবেক মেম্বার।
কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, পর্যটক, স্থানীয় বাসিন্দা ও চালকসহ ২৪ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি টেকনাফের সার্ভিস ঘাট থেকে সেন্টমার্টিনের জেটিঘাটের উদ্দেশে রওনা দেয়। সমুদ্রের গোলগড়া নামক এলাকায় বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে বোটটি ডুবে যায়।
খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সকলকেই জীবিত উদ্ধার করে। এর মধ্যে ফিরোজা বেগমকে মুমূর্ষ অবস্থায় সেন্টমার্টিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।
/এনকে/এমএন
Leave a reply