রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সিসিইউতে নেয়ার তিন ঘণ্টা পর রাত ৮টার দিকে তাকে কেবিনে নেয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চত করেন। এর আগে, সাবেক এ প্রধানমন্ত্রীকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কেবিন থেকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়।
বিএনপি চেয়ারপারসন টানা এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন। গত ৯ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তাকে এখন পর্যন্ত তিনবার সিসিইউতে নিয়ে যাওয়া হয়।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি লিভার সিরোসিসে আক্রান্ত তিনি।
/এমএন
Leave a reply