রাশিয়ার ওপর ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞা

|

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেন। দেশটির বেশ কয়েকজন কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়। ইউক্রেনে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোয় গণভোট আয়োজনের সাথে জড়িত থাকার অভিযোগে এই কড়াকড়ি আরোপ করা হয়। খবর রয়টার্সের।

যুক্তরাজ্য জানায়, রাশিয়ার ১১ কর্মকর্তা ও দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। অভিযোগ, ইউক্রেনকে দুর্বল করতে এবং দেশটির আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে ফেলতে তারা সরাসরি কাজ করেছেন। এই ১১ জনের সবার বিদেশে থাকা সম্পদ জব্দ করা হবে। এছাড়া ভিসা নিয়েও পড়বেন বাধার মুখে।

গেল বছর ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে দেড় হাজারের বেশি রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিলো লন্ডন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply