বিশ্বকাপের দু’টি প্রস্তুতি ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ। অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের ম্যাচ ছাড়াও দুপুর আড়াইটায় অন্য ম্যাচে গুয়াহাটিতে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্বাগতিক ভারত।
চলতি মাসেই এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকেও সিরিজ হারিয়েছে ২-১ ব্যবধানে। এদিকে এই মাসে অনুষ্ঠিত হওয়া দুই সিরিজে জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডও। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জয় তাদের। আয়ারল্যান্ডের বিপক্ষেও তিন ম্যাচ সিরিজ তারা জিতে নিয়েছে ১-০ ব্যবধানে। বাকি দুই ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যাক্ত হয়।
গুয়াহাটিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ যে ভেন্যুতে হয়েছে সেই একই স্টেডিয়ামে আজ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে লড়বে ভারত ও ইংল্যান্ড। দুই দলই এই ম্যাচ থেকে সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টা করবে। আক্সার প্যাটেলের চোটে বিশ্বকাপ দলে ডাক পাওয়া রবিচন্দ্রন অশ্বিন আর জেসন রয়ের পরিবর্তে ইংলিশ স্কোয়াডে ঢোকা হ্যারি ব্রুক চাইবেন নিজেদের প্রমাণ করে মূল একাদশে জায়গা পেতে।
এদিকে গুয়াহাটিতে আসতে দুই দফা ট্রানজিটে ৩৮ ঘণ্টা সময় লাগায় খুবই নাখোশ ইংলিশরা।
এমএইচ/এটিএম
Leave a reply