নাগোরনো-কারাবাখে বসবাস করে আসা এক লাখের বেশি জাতিগত আর্মেনীয় দেশটি ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে আর্মেনিয়া। অর্থাৎ গত সপ্তাহে আজারবাইজান দখল নেয়ার পর দেশটিতে বসবাসকারী প্রায় সব জাতিগত আর্মেনীয় এলাকা ছেড়ে পালিয়েছে। খবর বিবিসির।
অঞ্চলটির বাসিন্দারা আজারবাইজানের অংশ হিসেবে থাকতে চান না। এ ছাড়া জাতিগত নির্মূলের ভয়ও রয়েছে তাদের।
তবে আজারবাইজান বলছে, তারা তাদের দেশের সব বাসিন্দাকে সমান চোখে দেখে। কিন্তু আর্মেনিয়ার মুখপাত্র বিষয়টিকে ‘ডাহা মিথ্যা’ বলে উল্লেখ করেছেন।
নাগোরনো-কারাবাখ আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। তবে তিন দশক ধরে জাতিগত আর্মেনীয়রা দেশটি পরিচালনা করে আসছিলো। গত ১৯ সেপ্টেম্বর দেশটিতে ২৪ ঘণ্টার সামরিক অভিযান চালায় আজারবাইজান সেনাবাহিনী। এতে দুই শতাধিক আর্মেনীয় নিহত হয় বলে দাবি করেন বিচ্ছিন্নতাবাদী নেতারা।
/এনকে
Leave a reply