বিছানায় পড়ে ছিলো মা-ছেলের মরদেহ, পাশের ‍রুমে বাবার

|

স্টাফ করেসপন্ডেন্ট:
আশুলিয়ার জামগড়ায় একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে এক দম্পতি ও তাদের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ৬ তলা বাড়ির ৪ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনদিন আগেই হত্যা করা হয়েছে বলেও প্রাথমিক ধারণা ‍পুলিশের।

নিহতরা হলেন, মোক্তার হোসেন বাবুল, তার স্ত্রী শাহিদা বেগম এবং তাদের ১২ বছর বয়সী ছেলে মেহেদী হাসান জয়। মোক্তার হোসেন ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। শাহিদার বাড়ি রাজশাহী জেলায়। এই দম্পতি আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ উদ্ধার করি। বিছানার উপর পড়েছিলো মা ও ছেলে লাশ। পাশের ঘরে হাত-পা বাধা অবস্থায় পাওয়া যায় মোক্তার হোসেনের মরদেহ। দেখে মনে হচ্ছে তিনদিন আগে তাদেরকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা তদন্তে জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply