দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার (২ অক্টোবর) বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গৌহাটিতে বাংলাদেশ দুপুর আড়াইটায় খেলা শুরু হবে খেলা। এ ম্যাচকে ঘিরেও তৈরি হয়েছে শঙ্কা, যার নেপথ্যে রয়েছে বৈরী আবহাওয়া। 

একই ভেন্যুতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া ৭ উইকেটের সহজ জয় স্বস্তি এনেছে টাইগার শিবিরে। ঐ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিও মিস করবেন তিনি। ধারণা করা হচ্ছে ৭ অক্টোবর বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারবেন টাইগার এ অধিনায়ক।

বাংলাদেশ-ইংল্যান্ড ২৪ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে, যার ১৯টিতে জয় বিশ্বচ্যাম্পিয়নদের; আর বাংলাদেশের জয় পাঁচ ম্যাচে। এখন পর্যন্ত হয়ে যাওয়া পাঁচ প্রস্তুতি ম্যাচের শেষ হতে পেরেছে কেবল মাত্র দু’টি, বাকি তিনটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরমাঝে ভারতের সাথে ইংল্যান্ডের ম্যাচটিও মাঠে গড়াতে পারেনি।

আগামী দুই সপ্তাহ গৌহাটিতে বৃষ্টির সম্ভাবনা আছে। সোমবার ২৫-৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকার কথা। তবে এটা অনুভব হবে ৩৯ ডিগ্রির মতো। এই তাপমাত্রার মধ্যেও আবহাওয়ার পূর্বাভাস বলছে, আকাশ মেঘলা থাকবে। বজ্রপাতের সঙ্গে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা আছে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply