থমসন ফাউন্ডেশনের ইয়াং জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৩ এর সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের রিপোর্টার রায়হান ফিরদাউস। তিনি যমুনা টিভির অনুসন্ধানী প্রোগ্রাম ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি টিমের সদস্য।
‘কাঠগড়ায় স্বাস্থ্য, সেবা উধাও’ শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনের জন্য রায়হান ফিরদাউসকে এই পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত করা হয়েছে। প্রতিবেদনটিতে উঠে আসে দেশের বেসরকারি হাসপাতালগুলোর মান এবং ব্ল্যাড ব্যাংক নিয়ে জালিয়াতির তথ্য।
বিশ্বের যেসব দেশের মাথাপিছু আয় ২০ হাজার ডলারের কম, সেসব দেশের ৩০ বছরের কম বয়সী সাংবাদিকরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারেন। চলতি বছর বিশ্বের ৫৯টি দেশ থেকে ২৪০ জন সাংবাদিক আবেদন করেন। সেখান থেকে সংক্ষিপ্ত তালিকায় ১২ জনকে নির্বাচিত করা হয়েছে। তার মধ্যে এশিয়া মহাদেশের বাংলাদেশ থেকে একজন, ভারত থেকে দুইজন এবং পাকিস্তান থেকে একজন রয়েছেন। যুক্তরাজ্যের ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের (এফপিএ) সঙ্গে যৌথভাবে ইয়াং জার্নালিস্ট অ্যাওয়ার্ড প্রদান করে থমসন ফাউন্ডেশন।
/এমএন
Leave a reply