শাবিপ্রবিতে শুরু সপ্তম জাতীয় নাট্য উৎসব

|

দিক থিয়েটারের রজতজয়ন্তী উপলক্ষ্যে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সপ্তম জাতীয় নাট্য উৎসব। “স্পন্দিত হিয়া রজত আবাহনে, নন্দিত শোভাযাত্রা জীবনের পানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে এই নাট্য উৎসব।

উৎসবের প্রথম দিন উপলক্ষ্যে সোমবার (২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে উদ্বোধনী র‍্যালী বের হয়। এ সময় র‍্যালিটি পুরো ক্যাম্পাস ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ছয় দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.কবির হোসেন।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, দিক থিয়েটারের উপদেষ্টা অধ্যাপক ড.ফারজানা সিদ্দিকা রনি, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ, নাট্যজন খাওয়াজ রহিম সবুজ এবং অনুপ কুমার রয়।

আরএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply