রাজশাহীতে ছিনতাকারীর হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু

|

ফাইল ছবি

ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়ে ১৭ দিন ধরে চিকিৎসাধীন রাজশাহী কলেজের ছাত্র নিশাদ আকরাম মারা গেছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল নিশাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তির পর থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো নিশাদকে। তার মাথার খুলি ফাটা ছিলো এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছিলো। মঙ্গলবার সকালে তিনি মারা যান।

নিশাদ রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায়। তিনি একাধিক সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। 

গত ১৬ সেপ্টেম্বর ভোরে নগরীর হেতমখাঁ এলাকায় রিকশা দিয়ে ছাত্রাবাসে যাওয়ার পথে হামলার শিকার হন তিনি। ছিনতাইকারীরা নিশাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এরপর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তার মরদেহ নওগাঁর গ্রামের বাড়িতে নেয়া হয়েছে বলে জানা গেছে। সেখানেই তাকে দাফন করা হবে।

/এএস/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply