বিচারকাজ চলাকালীন বিচারককে ‘দুর্বৃত্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ট্রাম্পের

|

জালিয়াতি মামলায় বিচারকাজের প্রথম দিনেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোপের মুখে পড়েছেন বিচারক ও এক কৌঁসুলি। এসময় বিচারককে ‘দুর্বৃত্ত’ এবং অ্যাটর্নি জেনারেলকে বর্ণবাদী বলে আখ্যা দেন তিনি। খবর বিবিসির।

নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ভুয়া আর্থিক বিবৃতি তৈরির অভিযোগে করা মামলায় সোমবার (২ অক্টোবর) নিউইয়র্কের আদালতে হাজিরা দেন ট্রাম্প। এদিন শুনানির সময় বিচারকের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাতে দেখা যায় তাকে। সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, কর এড়াতে ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন, আয় নিয়ে ভুয়া তথ্য উপস্থাপন করেছেন তিনি। ট্রাম্প ও তার দুই ছেলেকে ব্যবসায় নিষিদ্ধের আবেদন করেছেন মামলার প্রধান কৌঁসুলি।

মামলায় হারলে হুমকির মুখে পড়তে পারে ট্রাম্পের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তার দাবি, রাজনৈতিক হেনস্তার উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে।

ট্রাম্প বলেন, এটা অসম্মানজনক ট্রায়াল। এমন একজন অ্যাটর্নি জেনারেল পরিচালনা করছেন যিনি নিজেই দুর্নীতিবাজ। দেশের বিভিন্ন অঙ্গরাজ্যে হত্যার রেকর্ড ভেঙেই চলেছে। আর তারা এসব কাজে সময় নষ্ট করছেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply