খালেদার বিদেশে চিকিৎসায় কোনো শর্ত দেয়া হয়নি, বিএনপি মিথ্যাচার করছে: আইনমন্ত্রী

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দিতে নির্বাচনে অংশগ্রহণের কোনো শর্ত দেয়া হয়নি। এ নিয়ে কারো সাথে কোনো আলোচনাও হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আরও জানালেন, বিদ্যমান আইনে যা আছে তাতে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই। এ নিয়ে বিএনপির নেতারা মিথ্যাচার করছে।

আনিসুল হক বলেন, ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারার আওতায় কোনো আদেশ একবার হলে সেখানে আর ফিরে যাওয়ার সুযোগ নেই। কেননা, আদেশ একবারই দেয়া যায়। এখানে সরকার কোনো রাজনীতি করছে না।

খালেদা জিয়ার আক্রোশের শিকার হবার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখাচ্ছেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, পুনরায় এই মহানুভবতা দেখানোর সুযোগ নেই।

এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া মানে অপরাধ স্বীকার করা। এই প্রক্রিয়ায় যাবেন কি না সেটা তার ব্যাপার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply