রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

|

মৌসুমি বায়ু বিদায় নেয়ার আগেই বৃষ্টিতে ভিজছে রাজধানীসহ সারাদেশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীতে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সারা দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়, ১৭৩ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতর বলছে, ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বৃষ্টিপাতে অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। চলতি পথে যানবাহন না পেয়ে বিপাকে পড়েন নগরবাসী। এতে ভোগান্তি বাড়ে কয়েক গুণ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply