ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। গাজীপুরে পৃথক ঘটনায় দেয়াল ধসে প্রাণ গেছে ৩ জনের।
টানা বৃষ্টিতে গাজীপুর নগরী, শ্রীপুর ও কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে সড়ক। বাড়িঘর ও দোকানপাটে পানি ঢুকেছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এসব এলাকার মানুষকে। রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল।
এদিকে, কালিয়াকৈরে ভারী বৃষ্টিতে ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রী ও কোনাবাড়িতে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া শ্রীপুরেও বৃষ্টিতে একটি ঘরের দেয়াল ধসে পড়ে। এতে আহত হয়েছেন ২ জন।
ভারী বৃষ্টিতে সাভারে আশুলিয়া-বাইপাল সড়কের জামগড়া, ইউনিকসহ কয়েকটি এলাকায় পানি জমেছে। সড়ক পানিতে ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। কোথাও কোথাও দেখা দিয়েছে যানজট। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাসস্ট্যান্ডেও জলাবদ্ধতা দেখা দিয়েছে।
ময়মনসিংহ নগরীতে গতকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা পুরোপুরি কাটেনি। কিছু সড়ক এখনও পানিতে তলিয়ে রয়েছে। পানি ঢুকেছে দোকানপাটেও। জলাবদ্ধতার কারণে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
এদিকে, ময়মনসিংহের কেওয়াটখালি গ্রিডের কন্ট্রোল রুমে বৃষ্টির পানি ঢোকায় রাতে শহরসহ জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এখনও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ।
রাজশাহী নগরীতেও বিভিন্ন এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। নতুন করে বৃষ্টি না হলেও গতকালের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা পুরোপুরি কাটেনি। নগরীর প্রধান সড়কগুলো থেকে পানি সরে গেলেও বর্ণালী মোড়, কয়েরদ্বারা, মালদা কলোনীসহ কিছু এলাকার রাস্তাঘাট এখনও পানিতে তলিয়ে আছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের।
/এমএন
Leave a reply