পাওয়ারপ্লেতে দারুণ শুরু নেদারল্যান্ডসের

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাস ডে লিডের বোলিং তোপে ১ ওভার বাকি থাকতেই ২৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ম্যাক্স ও’দাউদ সাজঘরে ফিরলেও ওপেনার  বিক্রমজিৎ সিংয়ের ব্যাটে দারুণ শুরু করে ডাচরা। পাওয়ারপ্লে শেষে ১ উইকেট হারিয়ে ৪৭ রান তুলে নেদারল্যান্ডস।

শুক্রবার (৬ অক্টোবর) হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের দেয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে  ২৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় ডাচরা। ম্যাক্স ও’দাউদকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন হাসান আলি। আউট হওয়ার আগে ১২ বলে ৫ রান করেন এই ডানহাতি ওপেনার।

এরপর জুটি গড়েন বিক্রমজিৎ ও কলিন অ্যাকারম্যান। কিন্তু ১২তম ওভারে বল হাতে নিয়েই দলকে উইকেট এনে দেন ইফতিখার আহমেদ। কলিন আকারম্যান (২১ বলে ১৭) সুইপ করতে গেয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ ২ উইকেটে ৫৪ রান। বিক্রমজিৎ সিং ২৬ আর বাস ডি লিডে ২ রানে অপরাজিত আছেন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply