ভারতের জম্মু-কাশ্মিরে মিনিবাস খাদে পড়ে প্রাণ গেছে অন্তত ১৭ জনের। আহত হয়েছে আরো ১৬ জন। এদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার রাজ্যের কিশতোয়ার জেলায় হয় এ দুর্ঘটনা।
পুলিশ জানিয়েছে, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করছিলো বাসটি। পাহাড়ি সড়কে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারায় বাসচালক। বাসসহ ছিটকে পড়ে পাশের ৩শ’ ফুট গভীর খাদে। সাথে সাথেই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও সেনাবাহিনী। গুরুতর আহতদের সামরিক হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। নিহতদের স্বজনদের ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছে সরকার।
Leave a reply