আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান

|

পাকিস্তানে আশ্রয় নেয়া আফগান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করেছে ইসলামাবাদ। দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই আফগান শরণার্থীদের ওপর এই কড়াকড়ি শুরু করলো পাকিস্তান। খবর আল জাজিরার।

এরইমধ্যে ১৬টি ট্রাকে করে ২০টি আফগান পরিবারকে তোরখাম সীমান্তে নিয়ে যাওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে এসব পরিবারের প্রায় ৩৫০ সদস্যকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়। এর পাশাপাশি ইসলামাবাদের মারাগালা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা আফগান বসতি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

চলতি বছরের শুরু থেকেই আফগান সীমান্তবর্তী পাকিস্তানের বিভিন্ন এলাকায় একের পর এক জঙ্গি হামলা হয়ে আসছে। এসব হামলার কারণে কাবুলকে দায়ি করছে ইসলামাবাদ। এ ঘটনায় দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply