টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আফগানদের বিপক্ষে তিন পেসার নিয়ে মাঠে নামছে টাইগাররা। প্রস্তুতি ম্যাচে দারুণ করলেও একাদশে জায়গা পাননি শেখ মাহেদী হাসান।

শনিবার (৭ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচ। সবশেষ দেখায় আফগানদের উড়িয়ে দিয়েছিল টাইগাররা। সেই সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে সাকিব আল হাসানের দল। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে দু’বারের মোকাবিলায় দুটি’তেই জয় পেয়েছে টাইগাররা।

একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এর মাঝে টাইগাররা ৯ বার ও আফগানরা ৬ বার জয় লাভ করেছে। তবে নিরপেক্ষ ভেন্যুতে লাল-সবুজদের চেয়ে বেশ এগিয়ে আফগানিস্তান। ১টিতে হারের বিপরীতে তাদের জয় ৫টি।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকি, নাভিন উল হক।

এমএইচ/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply