রূপগঞ্জে চলন্ত বাসে আগুন

|

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গাড়িরচালক ও যাত্রীরা জানান, রোববার বেলা ১১টার দিকে রাজধানীর কমলাপুর থেকে ২৫ জন যাত্রী নিয়ে সোহাগ পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হয়। দুপুর ১২টার দিকে বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির পিছনের দিকে আগুন জ্বলে ওঠে। এসময় চালক গাড়িটি সড়কের পাশে থামালে নিরাপদে নেমে আসেন যাত্রীরা।

খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় আধাঘণ্টা চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

/আরএইচ/এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply