৭ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

|

চলতি আমন মৌসুমে দেশের অভ্যন্তরীণ বাজার থেকে ৭ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরমধ্যে রয়েছে ২ লাখ মেট্রিক টন আমন ধান, ৪ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ১ লাখ মেট্রিক টন আতপ চাল। প্রতি কেজি সিদ্ধ চালের দাম ধরা হয়েছে ৪৪ টাকা, আতপ চাল ৪৩ টাকা ও ধান ৩০ টাকা।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আমরা চালের জন্য রিজার্ভে হাত দেবো না। মজুদ ও বিতরণের ভালো ব্যবস্থা আছে।

প্রতিবছর দেশে চাল ও গমের চাহিদা রয়েছে ১৩ লাখ মেট্রিক টন। সরকারি গুদামে মজুদ আছে ১৭ লাখ ৭৩ হাজার মেট্রিক টন। এরমধ্যে চাল ১৬ লাখ ২০ হাজার টন এবং গম প্রায় দেড় লাখ টন।

অন্যদিকে কৃষিমন্ত্রী বলেন, কোল্ড স্টোরেজের মালিকেরা আমাদের খুবই অসহযোগিতা করছেন। তারা ঠিকমতো সরবরাহ করছে না, এটা খুব বড় অন্তরায়।

এদিকে শর্তসাপেক্ষে ৫টি প্রতিষ্ঠানকে ১ কোটি করে মোট ৫ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply