গ্রানাদার বিপক্ষে পয়েন্ট খোয়ালো বার্সা

|

ছবি: সংগৃহীত

লা লিগায় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা গ্রানাদার কাছে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। রোববার (৮ অক্টোবর) রাতে গ্রানাদার মাঠে ২-২ গোলে ড্র করে বার্সা। এই ড্রয়ে ৯ ম্যাচ শেষে লিগ টেবিলের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদের সাথে কাতালানদের পয়েন্ট ব্যবধান হলো ৩।

খেলার শুরুতেই ব্রায়ান জারাগোজার গোলে পিছিয়ে পড়ে বার্সা। তিনি খেলার প্রথম মিনিটেই গোল আদায় করে নেন। ২৯ মিনিটে কাউন্টার অ্যাটাকে ২ ডিফেন্ডারকে বোকা বানিয়ে আবারও বার্সার জালে বল জড়ান গ্রানাদার ব্রায়ান জারাগোজা। তবে প্রথমার্ধের শেষে এক্সট্রা টাইম লামিনে ইয়ামালের গোলে ব্যবধান কমায় বার্সেলোনা। ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যান জাভির শিষ্যরা।

গোল শোধ করতে মরিয়া বার্সা বিরতির পর আক্রমণ বাড়ায়। কিন্তু কিছুতেই সফল হচ্ছিলো না। তবে খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে সার্জিও রবার্তো গোল করে বার্সাকে পরাজয়ের লজ্জা থেকে বাঁচান। ড্র করে পয়েন্ট ভাগাভাগিতে মাঠ ছাড়ে বার্সা।

চলতি মৌসুমে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে অবস্থান করছে বার্সা। অপরদিকে ৬ পয়েন্ট নিয়ে গ্রানাদা আছে ১৯ নম্বরে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply