ইসরায়েলে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
সোমবার হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়, হামাসের সাথে তিন দিনের যুদ্ধে ইসরায়েলকে শক্তিশালী করার জন্য দ্রুত আর কী কী সামরিক সরঞ্জাম পাঠানো যেতে পারে তা নিয়ে পর্যালোচনা করছে পেন্টাগন।
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন, হামাস জঙ্গিদের সহিংস হামলার পরিপ্রেক্ষিতে সামরিক সাহায্যের প্রথম চালান ইসরায়েলে পাঠানো হয়েছে।
কিরবি আরও বলেন, ইসরায়েলে নিরাপত্তা সহায়তার জন্য আমরা সর্বদা তৎপর রয়েছি। আশা করছি, আমরা যতটা সম্ভব এবং যত দ্রুত সম্ভব তাদের সাহায্যে পাশে থাকবো।
এদিকে, শনিবারে হামাসের হামলায় ইসরায়েলে অবস্থিত আমেরিকান নাগরিকদের মৃতের সংখ্যা ১১ জনে পৌঁছেছে। এতে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, মৃতের সংখ্যা এখনও সুনির্দিষ্ট করা সম্ভব নয়। ইসরায়েলে হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং হামাসের এই আক্রমণ অনেকটা ৯/১১ হামলার ঘটনার মতো। এই ঘটনার ক্ষত অনেক আমেরিকান পরিবারের গায়ে লেগেছে।
এর আগে, বাইডেন রোববার (৮ অক্টোবর) মন্তব্য করেন, পরিস্থিতি যা-ই হোক না কেন, যুক্তরাষ্ট্রকে সবসময় পাশে পাবে ইসরায়েল।
/এআই
Leave a reply