কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

|

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য জলিল গাইন পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সামনে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জলিল গাইনকে নিয়ে ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে গেলে সহযোগিরা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে গোলাগুলির মাঝখানে পড়ে নিহত হয় জলিল গাইন।

এর আগে শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর মোড় থেকে তাকে গ্রেফতার করে মৌচাক ফাঁড়ির পুলিশ। প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর রাত পৌনে ১১টায় কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সামনে দাড়িয়ে মোবাইলে কথা বলার সময় কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে মুখোশধারী সন্ত্রাসীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply