‘শুরুতে দ্রুত উইকেট হারালে ৩৫০ রান তাড়া করা সম্ভব নয়’

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।ম্যাচশেষে পুরস্কার বিতরণীতে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, শুরুতে উইকেট হারানোই পরাজয়ের অন্যতম কারণ।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত ভেবেচিন্তেই নেয়া হয়েছে বলে জানান তিনি। সাকিব বলেন, গতরাতে বৃষ্টি হওয়ায় উইকেটে কিছুটা আদ্রতা ছিল, এ জন্যই আগে বল করার সিদ্ধান্ত নিই। তবে আমরা উইকেট নিতে ব্যর্থ হওয়ায় মোমেন্টামটা ওদের দিকে চলে যায়। আমরা যতক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি তত্ক্ষণে দেরি হয়ে গেছে।

ইংলিশদের ৩৬৫ রান সেভাবে তাড়াও করতে পারেনি বাংলাদেশ। ব্যাট হাতে লড়াইটাও হয়নি। সাকিব সোজা-সাপ্টাই বলেন, শুরুতে দ্রুত উইকেট হারালে ৩৫০ রান তাড়া করা সম্ভব নয়। আমরা দশ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসেছিলাম। আমাদের ভালো একটা পরিকল্পনা তো ছিলই। কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারিনি। আমাদের ব্যাটিংটা হয়েছে খাপছাড়া। শুরুতে যখন বোলিং করছিলাম, প্রথম ৬ ওভার বল সুইং করছিল, এর পরপরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের হাতে। রানটা যদি ৩২০-৩৩০ হতো, তাও একটা সুযোগ ছিল।

বড় হার থেকে ইতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন সাকিব। তিনি বলেন, লম্বা একটা টুর্নামেন্ট। আমাদের সামনে বেশ কিছু কঠিন ম্যাচ আছে। আজকের এই হারের পর আমাদের ভেঙে পড়লে চলবে না। আজকের ম্যাচের ইতিবাচক বিষয়গুলো খুঁজে নিয়ে সামনের ম্যাচগুলোতে ঝাঁপাতে হবে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply