সীমান্ত শহর কিবুৎজ পুনর্দখলে নিলো ইসরায়েল

|

শনিবারের হামাসের হামলার পর দক্ষিণ ইসরায়েলের কিবুৎজ শহরের বেইরিতে ১০৭ টি মৃতদেহ পাওয়া গেছে। ছবি: সংগৃহীত।

সীমান্ত শহর কিবুৎজে চালানো হামাসের অভিযানের চিত্র সামনে আনলো ইসরায়েলি প্রশাসন। মঙ্গলবার, অঞ্চলটি পুনর্দখলে নেয় ইহুদি সেনাবহর। উদ্ধার করা হয় ১০৭ জনের মরদেহ। মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, শনিবার অভিযানের প্রথম কয়েক ঘণ্টায় শহরটিতে ধ্বংসযজ্ঞ চালায় হামাস। ঘরে ঢুকে হত্যা করা হয় নারী-শিশুদের। শুধু তাই নয়, গ্রেনেড ছুঁড়ে ধ্বংস করা হয়েছে বহু ঘরবাড়ি-স্থাপনা।

সম্প্রতি, শহরটির সিসিটিভি ফুটেজ থেকে উদ্ধার হয়, অভিযান চলাকালে হামাস যোদ্ধাদের তৎপরতা। তারা মোটরবাইকের মাধ্যমে পুরো এলাকা চষে বেড়াচ্ছিলো। একটি ভিডিওতে স্পষ্ট হয় পাঁচ ইসরায়েলিকে জিম্মি করার দৃশ্য। অবশ্য, এখনো শহরটির বহু বাসিন্দা নিখোঁজ। আশঙ্কা- বাড়তে পারে প্রাণহানি। গাজা উপত্যকার লাগোয়া শহরটির বাসিন্দা এক লাখ ২৫ হাজার।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply