ইউরোর ১৮ ও ১৯তম আসরের আয়োজকের নাম ঘোষণা করেছে উয়েফা। ২০২৮ ইউরো হবে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে। আর ২০৩২ সালের ইউরোর আয়োজক ইতালি ও তুরস্ক।
২০২৮ ইউরোর আয়োজক হবার দৌড়ে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রতিদ্বন্দ্বী ছিল তুরস্ক। কিন্তু গত সপ্তাহে সরে দাঁড়ায় তুরস্ক। এর পরিবর্তে ২০৩২ সালে ইতালির সাথে যৌথভাবে ইউরোর আয়োজক হবার প্রস্তাব দেয় তুরস্ক। আর তাতেই এই দুই আসরের স্বাগতিক দেশ প্রায়ই চূড়ান্ত হয়ে যায়।
গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) উয়েফার কার্যনির্বাহী কমিটি ২০২৮ ও ২০৩২ সালের আয়োজকের নাম ঘোষণা করে। এর আগে ২০২৪ সালে ইউরোর ১৭তম আসর বসবে জার্মানিতে।
/এমএন
Leave a reply