ভোটে সহিংসতা হতে পারে কি না স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল

|

নির্বাচনে সহিংসতা হতে পারে কি না, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে জানতে চেয়েছে ঢাকা সফররত প্রাক-নির্বাচনী মার্কিন প্রতিনিধি দল। বুধবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ কথা জানতে চায় মার্কিন প্রতিনিধি দল।

বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, নির্বাচনের প্রস্তুতি ও এই সময়ে সহিংসতা হতে পারে কি না তা জানতে চেয়েছে পর্যবেক্ষক দল। তাদের জানিয়েছি, যেকোনো ধরনের সহিংসতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। দেশের মানুষসহ বর্তমান সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। তাই নির্বাচনে অনিয়ম হবে না।

বিরোধী দলের প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার চালাতে পারবে কি না এ বিষয়েও জানতে চাওয়া হয় বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে তিনি বলেন, নির্বাচন এলে এখানে উৎসবমুখর পরিবেশ থাকে। তাই সহিংসতা হবে না। প্রধানমন্ত্রী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। নির্বাচনে অনিয়ম হবে না। ইসির অধীনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে। কোনো অসুবিধা হবে না বলে মনে করি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্বাচন ছাড়া সরকার বদল হবে না। এজন্য বিএনপিকে নির্বাচনে আসতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply