বিরোধী দলের প্রার্থীদের নির্বিঘ্নে প্রচারণা চালানোর বিষয়ে জানতে চেয়েছে মার্কিন পর্যবেক্ষকরা

|

বিরোধী দলের প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারবে কি না, আইনমন্ত্রী আনিসুল হকের কাছে তা জানতে চেয়েছেন ঢাকা সফররত প্রাক-নির্বাচনী মার্কিন পর্যবেক্ষক দল।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন পর্যবেক্ষক দল। এরপর বিকেলে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আনিসুল হক বলেছেন, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সরকার আইন প্রণয়নসহ নানা উদ্যোগ নিয়েছে।

কোনো দল নির্বাচনে আসবে না, এমন কোনো বিষয় রয়েছে কি না, তা-ও জানতে চেয়েছে বলে জানান আইনমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, নির্বাচনে কোনো রাজনৈতিক দল আসবে কি আসবে না, সেটি তাদের নিজস্ব ব্যাপার।

তিনি আরও জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের পার্থক্য জানতে চেয়েছে মার্কিন পর্যবেক্ষক দল। এ নিয়ে তাদের অবহিত করা হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply