আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এবং গণতন্ত্র অর্জন করেছি। আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্যরা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগের আদর্শ গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং এর জন্য তার দল লড়াই করে যাচ্ছে।
শেখ হাসিনা আরও জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ন্যায় মানুষের মৌলিক অধিকার- খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করাই তার সরকারের মূল লক্ষ্য।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি দুই থেকে আড়াই মাস। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে ঢাকা সফর করছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল।
গত শনিবার থেকে নির্বাচন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্যরা। সফরের পঞ্চম দিন বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে দলটির প্রতিনিধিরা যান সচিবালয়ে। সেখানে বিভিন্ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তারা।
এটিএম/
Leave a reply