বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ রেখেছে শ্রমিক ইউনিয়ন

|

বেনাপোল প্রতিনিধি:

বাংলাদেশি ট্রাক চালকের মরদেহ ফেরত দিতে বিএসএফের বাধা দেয়ার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রেখেছে বেনাপোল ট্রাক-লরী শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর থেকেই এই স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছে।

শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, নাজমুস সাদাত নামের এক ট্রাক চালক গতকাল (১১ অক্টোবর) পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যান। মালামাল খালাস না হওয়ায় সেখানেই অবস্থান করেন তিনি। রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার। পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে মরদেহ ফেরত দেয়ার অনুরোধ করলেও ফেরত দেয়নি তারা। এর প্রতিবাদেই বন্ধ রয়েছে আমদানি-রফতানি।

ভারতের পেট্রোপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ হস্তান্তর করা হবে।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply