বড় ধরনের সংকটের দিকে এগুচ্ছে দেশের অর্থনীতি: ফখরুল

|

বড় ধরনের অর্থনৈতিক সংকটের দিকে দেশ। এমন বিপর্যয়েও ভোটারবিহীন সরকারের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আরও বলেন, উন্নয়নের গাল-গল্প দিয়ে দেশকে ঋণের জালে বন্দি করে দেউলিয়া করতে যাচ্ছে ক্ষমতাসীনরা। বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালেও বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। এই দুরবস্থার জন্য সরকার দায়ীণ।

বিএনপি মহাসচিব বলেন, অর্থনৈতিক সংকট একদিনে সৃষ্টি হয়নি, এটা সরকারের উন্নয়নের স্লোগানের নিচে তা চাপা পড়েছিল। আর্থিক খাতে নজিরবিহীন তারল্য সঙ্কট চলছে। আমানতকারীদের টাকা রাখার ঝুঁকি বাড়ছে। আর ভয়াবহ মূল্যস্ফীতিতে নাভিশ্বাস উঠেছে জনগণের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply