ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া ৫ নবজাতকের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পাঁচ নবজাতকের মধ্যে মৃত্যু হলো দুজনের।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে লেবার ওয়ার্ডে স্বাভাবিক প্রসবে নরসিংদীর শিবপুর থেকে আসা মুনসুরা আক্তার একে একে পাঁচ সন্তানের জন্ম দেন। সকালে এক নবজাতকের মৃত্যুর পর রাত ১২টার দিকে এনআইসিইউতে মারা যায় আরও এক নবজাতক।
নবজাতকের বাবা আমির উদ্দিন মামুন বলেন, জন্মের সময় আমার এক মেয়ে মারা যায়। রাতে আমার আরও এক মেয়ে মারা গেছে। তাকে নরসিংদীর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। তিনি বলেন, আমি একজন সিএনজিচালক। তাদের এই চিকিৎসার ব্যয় তিনি বহন করতে পারছেন না বলে জানিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে এক নবজাতকের মৃত্যুর পর ওই চার নবজাতককে এনআইসিইউতে ভর্তি করা হয়। এরপর চিকিৎসক জানিয়েছিলেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবারই শ্বাসকষ্ট আছে, ওজন কম হওয়ায় ঝুঁকিও বেশি রয়েছে। পরে রাতে মারা যায় আরেক নবজাতক।
/এএম
Leave a reply