ইসরায়েলের বিরুদ্ধে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহারের অভিযোগ গুজব: পিয়ংইয়ং

|

ছবি: সংগৃহীত

ইসরায়েলে হামলায় হামাস উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করার যে অভিযোগ উঠেছে তা অসত্য বলে দাবি করেছে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র খবরে একে ভিত্তিহীন এবং গুজব হিসেবে আখ্যা দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

কিম জং উন প্রশাসনের দাবি, সংঘাতের দায়ভার এবং সমালোচনা এড়াতে তৃতীয় বিশ্বের দিকে অভিযোগের তীর ছোড়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। হামাস-ইসরায়েল সংকটকে ওয়াশিংটনের আরেকটি দায়ভার বলে উল্লেখ করেছে কিম প্রশাসন। যদিও ইসরায়েল-হামাস সংকট শুরুর পর থেকেই তেল আবিবের কঠোর সমালোচনা করেছে পিয়ংইয়ং।

সামরিক বিশেষজ্ঞরা বলেছিলেন, সংঘর্ষের ছবিগুলোতে দেখা যায় হামাস সম্ভবত উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করেছে। যার মধ্যে সম্ভবত এফ-৭ রকেট চালিত গ্রেনেড রয়েছে। উত্তর কোরিয়ার অস্ত্র বিক্রি নিয়ে গবেষণা করা টেক্সাসের অ্যাঞ্জেলো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ব্রুস বেচটল বলেছেন, হামাস বেশ কয়েক বছর ধরে এফ-৭ ব্যবহার করছে বলে খবর পাওয়া গেছে।

/আরএইচ/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply