গাজা ছাড়ার সময় ফিলিস্তিনিদের গাড়ি বহর লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বর্বর এ হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। খবর আল জাজিরার।
আন্তর্জাতিক এই গণমাধ্যম জানায়, গাজার উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণাঞ্চলের উদ্দেশে রওয়ানা হওয়া একটি গাড়িবহরকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় অন্তত ৫০ জনের।
এদিকে ৮ম দিনের মতো গাজাজুড়ে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর পাশাপাশি চলছে দূরপাল্লার কামান থেকে গোলাবর্ষণ। এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দু’হাজারের কাছাকাছি। আহত বহু মানুষ।
হামাস জানিয়েছে, বেসামরিক স্থাপনা, হাসপাতাল, স্কুল এবং মসজিদকে লক্ষ্য করে চালানো হচ্ছে এসব হামলা। এদিকে, পশ্চিম তীরে বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
/এমএইচ
Leave a reply