প্রাণপণে গাজা ছাড়ছেন ফিলিস্তিনিরা

|

ইসরায়েলের আল্টিমেটাম শেষ হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। প্রাণভয়ে গাজা ছাড়া অব্যাহত আছে ফিলিস্তিনিদের। খবর এপির।

এর আগে প্রায় ১১ লাখ জনসংখ্যার শহরটি খালি করতে মাত্র ২৪ ঘণ্টা সময় দেয় ইসরায়েল। প্রাণ বাঁচাতে দক্ষিণাঞ্চলের দিকে ছুটছে গাজার মানুষ। যে যেভাবে পারছেন এলাকা ছাড়ছেন। শত শত গাড়ি, মোটরসাইকেল ও ট্রাকে করে দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছেন তারা। অনেকে যাচ্ছেন পায়ে হেঁটে। এলাকা ছেড়ে যাওয়াদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আহত।

১৯৪৮ সালের ১৫ মে প্রায় সাত লাখ ফিলিস্তিনি গৃহহীন হয়েছিল। এই দিনটিকে ফিলিস্তিনিরা নাকবা দিবস হিসেবে পালন করে। এবার দ্বিতীয় নাকবা শুরু হলো বলে মনে করা হচ্ছে।

এদিকে ইসরায়েলের এমন পদক্ষেপে মানবিক বিপর্যয় আরও বাড়তে পারে বলে মনে করছে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরইমধ্যে এ আদেশ প্রত্যাহার করে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply