বন্দুক তাক করে বিবিসির সাংবাদিকদের মারধর করলো ইসরায়েলি পুলিশ

|

ছবি: বিবিসি।

ইসরায়েলে হামাসের হামলার সংবাদ সংগ্রহ করা বিবিসির সাংবাদিকদের বাধা দিয়েছে তেল আবিবের পুলিশ। বিবিসির সাংবাদিক মুহান্নাদ তুতুনজি, হাইথাম আবুদিয়াব এবং সংবাদমাধ্যমটির আরব টিম যখন গাড়িতে করে হোটেলে যাচ্ছিল, ঠিক তখনই তাদের গাড়িটি আটকানো হয়। এ সময় বন্দুক তাক করে আটকে রাখা হয় তাদের। খবর বিবিসির।

সাংবাদিকদের তল্লাশির জন্য গাড়ি থেকে টেনে নামানো হয়। এমনকি তাদেরকে একটি দেয়ালের সাথে ধাক্কা মেরেছিল বলে অভিযোগ করছে বিবিসি।

বিবিসির একজন মুখপাত্র বলেছেন, সাংবাদিকদের অবশ্যই ইসরায়েল-গাজার সংঘাতের বিষয়ে স্বাধীনভাবে প্রতিবেদন করতে দিতে হবে।

এ ঘটনায় নির্যাতিত সাংবাদিক তুতুনজি ও আবুদিয়াব জানান, তারা নিজেদের বিবিসির সাংবাদিক বলে পরিচয় দেন এবং পুলিশকে তাদের প্রেস আইডি কার্ডও দেখান।

তুতুনজি বলেন, ঘটনাটি ভিডিও করার চেষ্টা করা হলে আমার ফোনটি মাটিতে ফেলে দেওয়া হয় এবং ঘাড়ে আঘাত করে ইসরায়েলি পুলিশ। এ বিষয়ে কথা বলার জন্য ইসরায়েলি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

/এএস/এআই/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply