ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়া স্থগিত সৌদি আরবের

|

ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া স্থগিত করেছে সৌদি আরব। ফিলিস্তিনে ইসরায়েলের চলা আগ্রাসনের জেরেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর টাইমস অব ইসরায়েলের।

সংবাদ সংস্থা এপির একটি প্রতিবেদনে জানানো হয়, এরইমধ্যে আলোচনা স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে রিয়াদ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের চলমান সৌদি আরব সফরেই তাকে এ কথা জানিয়েছে সৌদি আরব।

এখন পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সৌদি আরব। তবে বাইডেন প্রশাসনের উদ্যোগে সম্প্রতি ইসরায়েল ও সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে কুটনৈতিক তৎপরতা শুরু করে। এর কঠোর সমালোচনাও করে ইরান। তবে ফিলিস্তিনে ইসরায়েলের চালানো আগ্রাসনের ফলে সেই কার্যক্রম স্থগিত করেছে রিয়াদ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply