বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লঙ্কান অধিনায়ক শানাকা

|

ফাইল ছবি

ভারতে চলমান বিশ্বকাপে চোট যেন অধিনায়কদের তাড়া করছে। একে একে চোটে পড়ছেন দলনেতারা। টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের পর চোটে পড়েন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্বকাপে আর কোনো ম্যাচ খেলা অনিশ্চিত উইলিয়ামসনের।

এবার চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তার বদলে দলে ডাকা হয়েছে রিজার্ভ খেলোয়াড় চামিকা করুণারত্নেকে। আইসিসি দলের পরিবর্তনে অনুমোদনও দিয়েছে। শনিবার (১৪ অক্টোবর) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান বোর্ড। শানাকার জায়গায় নেতৃত্ব দেবেন দলের সহ-অধিনায়ক কুশল মেন্ডিস।

১০ অক্টোবর পাকিস্তানে বিপক্ষে ম্যাচে ঊরুর মাংসপেশিতে চোট পেয়েছিলেন শানাকা। শনিবার জানা গেলো তার বিশ্বকাপই শেষ। চোট থেকে সেরে উঠতে তার কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে। চলতি আসরে দুই ম্যাচ খেলা শ্রীলঙ্কা দুই ম্যাচেই হেরেছে। এমন পরিস্থিতিতে অধিনায়ককে হারিয়ে বড় ধাক্কা খেলো লঙ্কানরা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply