আল জাজিরার কার্যক্রম বন্ধের তোড়জোড় ইসরায়েলে

|

ইসরায়েলে সংবাদমাধ্যম আল জাজিরার কার্যক্রম বন্ধের প্রস্তাব তুলেছেন দেশটির তথ্যমন্ত্রী শালোমা কারহি। তার দাবি, সংবাদমাধ্যমটি শুরু থেকেই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষ নিয়ে সংবাদ প্রচার করছে। এতে ইসরায়েলের নাগরিকদের প্রতি বিশ্ববাসীর বিরূপ মনোভাব তৈরি হচ্ছে বলেও দাবি তার। তাই আল জাজিরার স্থানীয় কার্যালয়টি বন্ধের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি নিচ্ছেন শালোমা কারহি। খবর রয়টার্সের।

রোববার (১৫ অক্টোবর) মন্ত্রিসভায় এ প্রস্তাব ওঠাতে যাচ্ছেন কারহি। তবে এ নিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রধান কার্যালয় কিংবা দোহা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়া হয়নি।

শালোমা কারহি বলেন, আল জাজিরা শুরু থেকেই হামাসের পক্ষ হয়ে উস্কানিমূলক সংবাদ প্রচার করছে। যা ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে বিশ্বের মানুষকে ক্ষেপিয়ে তুলছে। সেই সাথে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও এই সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ তোলেন ইসরায়েলি তথ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, এটা খুবই দুঃখজনক যে, হামাস মুখপাত্রের দেয়া বার্তা আল জাজিরার মাধ্যমে প্রচারিত হয়েছে। তাই আশা করছি, আজকের মধ্যেই মন্ত্রিসভায় এ বিষয়ে একটা ফয়সালা করা যাবে। তবে এই ‘ফয়সালা’ বলতে আজই আল জাজিরার কার্যক্রম বন্ধের নির্দেশনা জারি হবে নাকি মন্ত্রিসভায় এ নিয়ে আলোচনা শুরু হবে তা স্পষ্ট করেননি ইসরায়েলি তথ্যমন্ত্রী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply